Asansol By Election 2022 : শত্রুঘ্নর জামুড়িয়া রোড শোয়ে বিশৃঙ্খলা - ভোট প্রচারে শত্রুঘ্ন, জামুড়িয়ায় রোড শো
🎬 Watch Now: Feature Video
শুক্রবার জামুড়িয়াতে রোড শো করেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Road show of Shatrughan Sinha) ৷ এদিন জামুড়িয়ার শ্রীপুরে তাঁর রোড শোয়ে কেন্দ্র করে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ পরে পুলিশ রাস্তার দু'পাশে দড়ি টেনে পরিস্থিতি সামাল দেয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST