EID Celebration: দাবদাহ থেকে রক্ষা পেতে ঈদের নমাজে দোয়া করলেন মহিলারা
🎬 Watch Now: Feature Video
গতকাল চাঁদ দেখা গিয়েছে ৷ আজ দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷ একমাস রোজা রাখার পর রমজানের শেষ লগ্নে পালিত হচ্ছে খুশির ঈদ। এদিন চলে বন্ধু-বান্ধব প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো গতকাল সন্ধেয় মালদায় বৃষ্টি না-হলেও আজকের ভোরে এক পশলা বৃষ্টি হয় ৷ তবে সেই বৃষ্টিতে দাবদাহ থেকে মুক্তি মেলেনি ৷ তাই গরমের তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে দোয়া নিয়ে ঈদের নমাজ পাঠ করলেন মালদার মহিলারা ৷ পবিত্র ঈদের সকালে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মালদা শহরের হায়দারপুরে এই নমাজের আয়োজন করা হয় ৷ মালদা জেলায় প্রথম মহিলা নমাজ শুরু হয় এই কমিটির হাত ধরেই ৷ গত দুই দশক ধরে এই কমিটির হাত ধরেই মহিলারা নমাজ পাঠে অংশ নেন ৷ কমিটির পক্ষে সামিম আরা বেগম জানান, রমজান মাসজুড়ে রোজা পালন করার পর আজ ঈদের নমাজ পাঠ করা হল ৷ আমরা বিশ্বশান্তির জন্য প্রার্থনা করি, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য, বর্তমানে তীব্র দাবদাহ চলছে তা থেকে রেহাই পাওয়ার জন্যও আমরা দোয়া করেছি ৷