Woman tried to kill husband: স্বামীকে খুনের চেষ্টা মহিলার ! আসানসোলে গ্রেফতার প্রেমিক - দুর্গাপুরের খবর
🎬 Watch Now: Feature Video
প্রেমিককে সঙ্গে নিয়ে এক মহিলা তাঁর স্বামীকে খুনের চেষ্টা (Woman tried to kill husband) করেছিল বলে অভিযোগ ৷ স্টিল টাউনশিপের এ-জোন হর্ষবর্ধন রোডের এই ঘটনার তদন্তে নেমে আসানসোল থেকে প্রেমিক সৌরভ রায়কে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ (Durgapur news)। রবিবার ধৃত সৌরভকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । হর্ষবর্ধন রোডের বাসিন্দা ডিএসপির কর্মী প্রশান্ত কির্তনীয়ার স্ত্রী দেবশ্রীর সঙ্গে সৌরভের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ । গত 15 তারিখ রাতে হর্ষবর্ধন রোডের বাড়িতে সৌরভ ও দেবশ্রী দুজনে মিলে প্রশান্তকে মারধর করে তাঁর গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । পুলিশ গিয়ে প্রশান্তকে উদ্ধার করে ডিএসপি হাসপাতালে ভর্তি করে । ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে সৌরভকে (lover arrested)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST