Panchayat Elections 2023: করমণ্ডল বিপর্যয় থেকে গোপাল ভাঁড়, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে হরেক কার্টুন
🎬 Watch Now: Feature Video
নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল ভোটযুদ্ধ। যুদ্ধে পিছিয়ে নেই কোনও পক্ষই। দেওয়াল ভরেছে লিখন থেকে চিত্রণে। সেই দেওয়াল চিত্রণে স্থান পেয়েছে গোপাল ভাঁড়, ঐক্যশ্রী, যুবশ্রীর সঙ্গে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি। যদিও করমণ্ডল এক্সপ্রেসের কার্টুন নিয়ে বেঁধেছে বিতর্ক। এখন অপেক্ষা 8 জুলাইয়ের। মনোনয়নপত্র জমা এবং মনোনয়নপত্র প্রত্যাহারের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন চলছে ভোটের প্রচার। বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি ফ্লেক্স ব্যানার এবং ডিজিটাল প্রচার করছে শাসক-বিরোধীরা।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা এলাকায় কার্টুনে কাটুনে ছয়লাপ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের মহেশপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ফুটিয়ে তোলা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা-সহ বিজেপিকে ব্যঙ্গ করা একাধিক কার্টুন চিত্র ৷ অন্যদিকে, ঘাটালে বিজেপির পক্ষ থেকে আঁকা দেওয়াল চিত্রণে স্থান পেয়েছে গোপাল ভাঁড় থেকে ছোটা ভীম। তাই ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোট প্রচারে রাজনৈতিক দলগুলির এই কার্টুন চিত্র নজর কাড়ছে এলাকার মানুষেরও। যদিও তৃণমূলের আঁকা ব্যঙ্গচিত্রকে কটাক্ষ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুশারী।
যদিও এলাকার তৃণমূল নেতা মোনাজুর মোল্লা বলেন, "আমাদের দলের ছেলেরা কেবলমাত্র বিজেপির এই ভন্ডামির বিরুদ্ধেই কার্টুন এঁকেছে ৷ যারা শিক্ষা, স্বাস্থ্য এবং রেল পরিষেবা দিতে ব্যর্থ তাদের যাতে মানুষ ভোট না-দেয় তার জন্য আমাদের এই কার্টুন চিত্র।"