Unique Protest: অভিনব প্রতিবাদ ! গভীরতা বোঝাতে রাস্তার গর্তের ভিতরে শুয়ে পড়লেন বিজেপি নেতা - গভীরতা বোঝাতে রাস্তার গর্তের ভিতরে শুলেন নেতা
🎬 Watch Now: Feature Video
রাস্তার ধারে বিশাল গর্ত ৷ তবে বাইরে থেকে দেখে গর্তের গভীরতা বোঝা সম্ভব নয় ৷ তাই পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করতে ভয় না-করেই গর্তের ভিতরে সটান শুয়ে পড়লেন বিজেপি নেতা ৷ বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে বিধানননগর পৌরনিগম থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ এলাকাটির নাম নেতাজি আইল্যান্ড ৷ এই আইল্যান্ডের রাস্তার পাশেই রয়েছে সুবিশাল গর্ত ৷ যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে এই গর্তে পড়ে গিয়ে ৷
কীভাবে এই গর্ত হয়েছে, বা কবে থেকে হয়েছে, তা এখনও জানা যায়নি । বৃহস্পতিবার দুপুরে নজরে আসে এই গর্তটি । খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় পয়রা উপস্থিত হন সেখানে । গভীরতা বোঝানোর জন্য গর্তের ভিতরে ঢুকে যান তিনি । গর্তের ভেতরে শুয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন । তোপ দাগেন বিধাননগর পৌরনিগমের উদ্দেশ্যে ৷ এমনকি মন্ত্রী সুজিত বসুকে এই গর্ত দেখানোর কথাও বলেন এই বিজেপি নেতা ৷ পৌরনিগমের পক্ষ থেকে কেন এই গর্ত এখনও সারানো হয়নি, সেই প্রশ্ন তোলেন । এমনকি এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি ।