Udayan Guha: ভেটাগুড়ির পঞ্চায়েত প্রধানকে 'হুমকি' উদয়নের, দেখুন ভিডিয়ো - নিশীথ প্রামাণিক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 6, 2023, 1:26 PM IST

"গায়ের জোরে যদি ভোটে জেতেন তাহলে দিনহাটা বিডিও অফিসে গিয়ে আপনি শপথ নিতে পারবেন না ৷ আপনার গুরুদেব কেন্দ্রীয় বাহিনী দিয়েও আপনাকে শপথ নেওয়াতে পারবে না ৷" ভেটাগুড়ি গ্রামপঞ্চায়েতের বিদায়ী প্রধান রতন বর্মনকে এই ভাষাতেই আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষলগ্নে বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে পথসভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । 

নীশিথ প্রামাণিকের বাড়ি এই ভেটাগুড়িতেই ৷ এখানকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রতন বর্মন ৷ ভেটাগুড়ি -1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রতন বর্মন গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন । 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন । 

বিধানসভা নির্বাচনের পর ফের উদয়ন গুহের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দেন । বছরখানেক তৃণমূলে থাকার পর মাসখানেক আগে ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের 5 সদস্য-সহ ফের তিনি বিজেপিতে যোগ দিয়েছেন । আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ । এবার তাঁকেই নিশানা করলেন উদয়ন। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.