Train Catches Fire: মহারাষ্ট্রে যাত্রীবাহী ট্রেনের পাঁচটি কামরায় ভয়াবহ আগুন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 9:04 PM IST

Updated : Oct 16, 2023, 10:58 PM IST

আহমেদনগর ও নারায়নপুর স্টেশনের মাঝে যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগিতে আগুন ৷  ঘটনাটি ঘটে সোমবার বিকেল তিনটে নাগাদ ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রেনটির নম্বর 1402 ৷ ডিজেল-ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট এই যাত্রীবাহী ট্রেনটি ছিল আট কামরার ৷ পশ্চিম মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ভিড় জেলার অস্থি স্টেশন পর্যন্ত যাওয়ার কথা ছিল ট্রেনটির ৷ তার মাঝেই ঘটে যায় এই দুর্ঘটনা ৷ যদিও সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই ৷ কোনও চোট-আঘাতের খবরও সামনে আসেনি ৷ ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করার ব্যবস্থা করা হয় ৷ যার জেরে কোনও যাত্রীই কামরার ভিতরে আটকে পড়েননি ৷ রেল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দমকল কর্মীদেরও ৷ আহমেদনগরের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য় একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেনেরও ব্যবস্থা করা হয় ৷ যদিও কেন আগুন লাগল সে সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা এখনও মেলেনি ৷ তবে পুরো ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ 

Last Updated : Oct 16, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.