কোচবিহার, 15 জানুয়ারি: জোড়া খুনের অভিযোগ ৷ খবর পেয়ে দুই দাগী অপরাধীর দেহ উদ্ধার করে নিয়ে গেল দিনহাটা থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের বালাডাঙা গ্রামে । মৃতরা হলেন আইছার মিয়া (58) ও হাসানুর রহমান (35)।
পুলিশের দাবি, একে অপরকে খুন করেছেন নিহত দু'জন ৷ যদিও পুলিশের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মৃতদের পরিবার ৷ নিহত হাসানুর রহমানের স্ত্রীর দাবি, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী এসে স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারাই হাসানুরকে খুন করেছে । এদিন সকালে ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙা গ্রামে হাসানুরের বাড়িতে কান্নার রোল পড়ে যায় ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দু'জনেই অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত । পুলিশের অনুমান, মদ খেয়ে দু'জনের মধ্যে গণ্ডগোল হয় । আর তারপর বচসার জেরেই এই খুন । যদিও নিহত দু'জনেই একে অপরকে খুন করেছে নাকি এই ঘটনার পিছনে অন্য কেউ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ।
রাতে খবর পেয়ে দিনহাটা থানার এসডিপিও ধীমান মিত্র ও আইসি জয়দীপ মোদক ঘটনাস্থলে যান । দেহগুলি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র বলেন, "দু'জনেই দাগী অপরাধী । দু'জনেই খুন হন । তবে এই খুনে বাইরের কেউ জড়িত কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে ।"
মৃত হাসানুরের স্ত্রী সায়রা বানু বিবি বলেন, "ওরা দু'জন একে অপরকে খুন করতে পারে না । রাতের বেলা স্থানীয় পঞ্চায়েত সদস্য-সহ কয়েকজন ডেকে নিয়ে যায় । তারাই খুন করেছে আমার স্বামীকে । এই ঘটনায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য জড়িত ।" যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির মিয়াঁ । এ দিন তিনি বলেন, "ওরা দুজনেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত । নিজেরাই মদ খেয়ে একে অপরকে খুন করেছে । ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।"
এদিকে সকালে এলাকা থমথমে । দোকানপাট খোলেনি । স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, নিহত দুজনেই চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত । দীর্ঘদিন ধরে সংশোধনাগারেই ছিল । পুজোর পর তারা জেল থেকে ছাড়া পায় । এরপর মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে ।