Snowfall in Darjeeling-Sikkim: অসময়ের তুষারপাতে মুখ ঢাকল পাহাড়, দেখুন ভিডিয়ো - তুষারপাতের দৃশ্য

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 27, 2023, 1:45 PM IST

শীত শেষ। এখন ভরা বসন্ত ৷ এইসময় পর্যটকদের জন্য রয়েছে দারুণ সুখবর। পাহাড়জুড়ে শুরু হয়েছে তুষারপাত (Snowfall)। শ্বেতশুভ্রে মুখ ঢেকেছে পাহাড়। আর এই অসময়ের তুষারপাতের খবর পেতেই পাহাড়ে থাকা পর্যটকরা এখন ছুটছে তুষারপাতের সেই দৃশ্য দেখতে ৷ গতকাল রাতেও তুষারপাত হয়েছে সান্দাকফুতে। একদিকে কলকাতায় ভ্যাপসা গরম আর অন্যদিকে, পাহাড়ে তুষারপাত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। পুরু বরফের চাদরে মুড়ে গিয়েছে পাহাড়। সেই মুহূর্তের ছবি তুলে ধরল ইটিভি ভারতে ৷ 

মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে (Sandakphu Snowfall)। যদিও এখন সেখানে রয়েছেন কয়েক হাজার পর্যটক। একই ছবি অবশ্য উত্তর সিকিমের বিভিন্ন অংশে (Snowfall in Darjeeling-Sikkim)। এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটা। দার্জিলিং ও কালিম্পংয়ে থাকা পর্যটকরা খবর পেয়েই ছুটছেন সিকিমের পথে (Tourists are Happy over Snowfall)। কেউ আবার যোগাযোগ করছে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে। উত্তর ও পূর্ব সিকিমের বেশ কয়েক জায়গায় তুষারপাত হয়েছে রবিবার রাতে। উত্তর সিকিমের লাচুং, লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু, লেক বরফের চাদরে ঢেকেছে। প্রশাসনের তরফে সতর্কতার নির্দেশিকাও জারি করা হয়েছে। সিকিম প্রশাসনের তরফে জানা গিয়েছে, ছাঙ্গু লেক থেকে নাথুলা পাস যাওয়ার 15 মাইল পথ পুরু বরফ পরে আটকে গিয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সিকিম প্রশাসনের তরফে যাতে পর্যটকরা বিপাকে না-পড়েন। বেশ কয়েক বছর পর এমন তুষারপাতের দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে এদিন। শেষবার 2017 সালে এমন তুষারপাতের দেখা মিলেছিল সান্দাকফুতে। এমন তুষারপাতে খুশি পর্যটনমহল। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.