Royal Bengal Tiger: সুন্দরবনে দেখা মিলল দক্ষিণরায়ের, উচ্ছ্বসিত পর্যটকরা - Sundarban in south 24 parganas
🎬 Watch Now: Feature Video
পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার (Tourists are Excited After Seeing Royal Bengal Tiger) ৷ কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবনের ঝিলার জঙ্গলে একটি লঞ্চ ভ্রমণ করার সময় দেখতে পান নদীর তীরে বসে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। তবে পর্যটকদের আনাগোনা টের পেতেই জঙ্গলে ঢুকে যায় দক্ষিণরায় ৷ এক ঝলক বনের রাজাকে দেখতে পেয়েই খুশি পর্যটকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST