Suvendu Adhikari: নবজোয়ার কর্মসূচি নয় তিহার যাত্রা, কটাক্ষ শুভেন্দু অধিকারীর - নবজোয়ার কর্মসূচিকে তিহার যাত্রা
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের নবজোয়ার যাত্রাকে তিহার যাত্রা বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার বাঁকুড়ার সিমলাপালে রাজবাড়ি সংলগ্ন ময়দানে সভা করতেন আসেন তিনি ৷ এই সভা থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন তিনি ৷ কর্মিসভা থেকে একাধিক প্রসঙ্গে শসাকদলকে তীব্র আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "ভাইপোর নেতৃত্বে এটা নবজোয়ারের যাত্রা নয়, চলো তিহার যাত্রা ৷ ভোট গননা কেন্দ্র আমরা সুরক্ষিত করব । নমিনেশন কেন্দ্রে থাকবে সিআইএসএফ এবং গণনা কেন্দ্রে থাকব আমরা নিজেরা ।" গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নবজোয়ার যাত্রা করছেন অভিষেক । এই যাত্রাকে আবারও কটাক্ষ করলেন শুভেন্দু । এর আগেও শুভেন্দু থেকে শুরু করে বিজেপির তাবড় নেতারা অভিষেকের যাত্রাকে কটাক্ষ করেছেন।
অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে রাজ্য সরকার নিজেদের ভোট ব্যাংকের জন্য ওবিসি ও বি ক্যাটাগরির মানুষজনদের ওবিসি-এ ক্যাটাগরিতে স্থানন্তরিত করে দিচ্ছে । পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার সিমলাপালে বিরোধী দলনেতার আগমন এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা অনেকটাই বাড়তি অক্সিজেন দেবে কর্মীদের মনে, এমনটাই মনে করছেন বিজেপি কর্মীরা ।