Suvendu Adhikari: 'এনজয়িং !' কার্টুন পোস্টার বিতর্কে পালটা মশকরা শুভেন্দুর - পোস্টার বিতর্ক
🎬 Watch Now: Feature Video
একটি পোস্টার নিয়ে চর্চা (Poster Controversy) শুরু হয়েছে বাংলাজুড়ে ৷ সেই পোস্টারে কারও নাম না করা হলেও তা যে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিঁধতেই নানা জায়গায় সাঁটানো হয়েছে, তা মেনে নিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষই ৷ সেই নিরুদ্দেশ পোস্টারে শুভেন্দুর চেহারার আদলে একটি কার্টুনও আঁকা হয়েছে ৷ এ নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হতেই পালটা মশকরা করেন শুভেন্দু ৷ বোঝান, তিনি আদৌ বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না ৷ বরং এমন আয়োজনকে তিনি উপভোগই করছেন ! এছাড়াও, এদিন বিধানসভার বাইরে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন বিরোধী দলনেতা ৷ জানান, যখনই সুযোগ পাবেন, কেন্দ্রের কাছে এই বিষয়ে দরবার করতে পিছপা হবেন না তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST