Islampur BJP Leader Murder: মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন যুব মোর্চার সভাপতি - শিলিগুড়ির খবর
🎬 Watch Now: Feature Video
উত্তর দিনাজপুরে তোলাবাজির প্রতিবাদ করায় খুন হওয়া বিজেপি নেতা অসীম সাহার পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানালেন বিজেপির রাজ্য যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ । রবিবার সকালে শিলিগুড়ির নার্সিংহোমে মৃত অসীম সাহার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ।
ইন্দ্রনীল খাঁ বলেন, "তৃণমূল কংগ্রেসের গুন্ডার নেতৃত্বে রাজ্যে সিন্ডিকেট ও তোলাবাজি চলছে । আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । একইভাবে আমাদের যুব মোর্চার সক্রিয় সেনা অসীম সাহা তোলাবাজির প্রতিবাদ করায় তৃণমূলের গুন্ডারা তাকে খুন করল । সেই জন্য আজ বনধ ডাকা হয়েছে । গোটা রাজ্যে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করা হবে ।"
ইসলামপুর শহরের বীজহাট্টি এলাকায় রতন সাহা নামে এক বস্ত্র ব্যবসায়ীর দোকানে শনিবার সকালে মহঃ সাহিল নামে এক যুবক টাকা আদায়ের জন্য ঝামেলা সৃষ্টি করে বলে অভিযোগ । তখন দোকান মালিকের ভাগ্নে অসীম সাহা তার প্রতিবাদ করায় তাকে চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ । এরপর ওই অভিযুক্ত ওই যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয় । আহত অসীম সাহার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । পরবর্তী সময়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় অসীম সাহার । নিহত অসীম সাহা বিজেপি যুব মোর্চার নগর মণ্ডল কমিটির সম্পাদক ছিলেন । তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের । এর জন্য রবিবার 12 ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি নেতৃত্ব ।