শিরডি মন্দিরে মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ, ডাঙ্কি মুক্তির আগে সাঁই বাবার দর্শনে বাদশা - dunki Movie
🎬 Watch Now: Feature Video
Published : Dec 14, 2023, 8:07 PM IST
Shah Rukh Khan: আসছে ডাঙ্কি, তার আগে সাঁই বাবার দর্শনে শাহরুখ খান ৷ বাদশার সঙ্গে বৃহস্পতিবার শিরডি মন্দিরে দেখা গিয়ছে মেয়ে সুহানাকেও ৷ কয়েকদিন আগে শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে। আর এবার মেয়ে সুহানাকে নিয়ে গেলেন কিং খান মহারাষ্ট্রের আহমেদনগরের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির দর্শনে। শুধু যে দর্শন তা নয়, সাঁই বাবার মন্দিরে তাঁরা আরতিও করেন ৷
চলতি মাসের বিশেষ উল্লেখযোগ্য শাহরুখ আর সুহানা দু'জনের কাছেই। দ্য আর্চিস দিয়ে বলিউডে পা রেখেছেন কিং খান-কন্যা। অন্যদিকে, ডিসেম্বরেই আসছে চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি (পাঠান প্রথম, দ্বিতীয় জাওয়ান) ডাঙ্কি। আর তার আগে ভগবান দর্শনে বাবা-মেয়ে ৷ এদিন শাখরুখের পরনে ছিল, সাদা ফুল হাতা টি-শার্ট ও ডেনিম জিন্স ৷ মাথায় হেয়ারব্যান্ড, গলায় কালো রংয়ের খেলা ৷ আর টি-শার্টে ঝোলানো রোদচশমা ৷ এদিকে, মিন্ট গ্রিন সালোয়ার পরে মন্দিরে যান সুহানা। চুল খোলা। পিছনে দেখতে পাওয়া যায় শাহরুখ খানের ম্যানেজার পূজাকে।
সাঁই বাবার মন্দির আসা দর্শনার্থীরা ভিড় জমান শাহরুখ-সুহানাকে একঝলক দেখতে। ভিড় সামলাতে বেশ হিমসিম খেতে হয় নিরাপত্তরক্ষীদের। বেশ কয়েকজন ভক্তের সঙ্গে হেসে কথাও বললেন কিং খান।