Sodepur Road Accident: সোদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিক বাসের ধাক্কা লরিতে, আহত 15 - Several People were Injured
🎬 Watch Now: Feature Video
সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা বাসের (Sodepur Road Accident)। ঘটনায় আহত প্রায় 15 জন বাসযাত্রী (Several People were Injured)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের একটি প্রাথমিক স্কুলের ছাত্রদের নিয়ে বীরায় পিকনিকে গিয়েছিল স্কুল কর্তৃপক্ষ-সহ শিক্ষকরা। ফেরার পথে বিটি রোডের ওপর সোদপুর রাজা রোডের কাছে আসতেই সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারে বাসটি। বাসে ছাত্র, ছাত্রী-সহ প্রায় 50 জন যাত্রী ছিল। বাসে আটকে পড়েন অন্যান্য যাত্রীরা। এরপর সোদপুর সাব ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক অফিসাররা ও খড়দা থানার পুলিশ উদ্ধার করেন বাসে আটকে থাকা যাত্রীদের। যার জেরে প্রায় এক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয় বিটি রোডজুড়ে । আহত ব্যক্তিদের পাঠানো হয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST