Road Accident in Murshidabad: আহিরণ ব্রিজের কাছে গাড়ি দুর্ঘটনায় জখম সাতজন - জঙ্গিপুর মহকুমা হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
ফের সুতির আহিরণ ব্রিজের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident in Murshidabad) । বৃহস্পতিবার কাকভোরে পরপর চারটি লরি ও ডাম্পারের সংঘর্ষ ঘটে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক ও খালাসি-সহ মোট সাতজন (Seven injured) । জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । পাঁচটি গাড়ির সংঘর্ষে 34 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ বাহিনী । এলাকা যানজট মুক্ত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ । বহরমপুরের দিক থেকে ফরাক্কা দিকে যাওয়ার পথেই আহিরণ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে । যদিও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় । সম্প্রতি আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল । ফের বৃহস্পতিবারের দুর্ঘটনা সেই স্মৃতি উস্কে দিল । দুর্ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে জখম চালক ও খালাসিদের উদ্ধার করেন । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে যাওয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়েছে । এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির বাকি গাড়িগুলি পরপর ধাক্কা মারে একে ওপরকে ।