Wrestlers Protest: বৈঠক-বিভ্রাট ! কুস্তিগীরদের সমর্থনে মিটিংয়ের মাঝেই হাতাহাতি খাপ পঞ্চায়েতের সদস্যদের - Khap Panchayat
🎬 Watch Now: Feature Video
খাপ পঞ্চায়েতের সদস্যদের মধ্যেই হাতাহাতি হরিয়ানার কুরুক্ষেত্রে ৷ তাও আবার কে আগে বক্তব্য রাখবেন সেই নিয়ে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পর আজ হরিয়ানায় কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে খাপ পঞ্চায়েত এবং কৃষক সংগঠনগুলির বৈঠকে বসে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, খাপের এক সদস্য নিজের বক্তব্য রাখতে ওঠেন ৷ তখনই একজন উঠে এসে তাঁকে কিছু একটা বলেন ৷ যা নিয়ে দু'জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে ৷ এসবের মধ্যেই তৃতীয় এক ব্যক্তি নিজের আসন ছেড়ে উঠে যান ৷ বক্তব্য রাখতে যাওয়া ব্যক্তির হাত থেকে মাইক কেড়ে নেন তিনি ৷
এরপরেই আর লোকজন মঞ্চে ভিড় করে এবং দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ যদিও, পরে বাকিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ হরিয়ানার খাপের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 9 জুন তাঁরা যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসবেন ৷ যদি, তাঁদের বাধা দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে হরিয়ানার খাপ পঞ্চায়েত ৷ এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে খাপের বৈঠক হয় ৷ উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংকে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরানোর দাবিতে গত 24 এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছেন কুস্তিগীররা ৷