Rituparna Meets Buddhadeb: অসুস্থ বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে ঋতুপর্ণা, কী বললেন নায়িকা ? - Rituparna Meets Buddhadeb
🎬 Watch Now: Feature Video
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ মঙ্গলবার বেলা 12:45 মিনিট নাগাদ আলিপুরের বেসরকারি হাসপাতালে আসেন অভিনেত্রী। মিনিট দশেক পর হাসপতাল থেকে বেরিয়ে আসেন নায়িকা। সাংবাদিকদের তিনি বলেন,"আশাকরি ভালো হয়ে যাবেন। আমি খুব শ্রদ্ধা করি ওঁকে। ভগবানের কাছে প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন। উনি খুব ভালো মানুষ। আমার বিয়েতেও এসেছিলেন। বাকি চিকিৎসা সংক্রান্ত বিষয়টা চিকিৎসকরাই বলতে পারবেন। উনি সেরা চিকিৎসা পাচ্ছেন।"
উল্লেখ্য, এখন অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । গতকাল থেকে বাইপাপ সাপোর্টে রয়েছেন। ফুসফুসের যে সংক্রমণ দেখা দিয়েছিল, তা অনেকটা কমে গিয়েছে ৷ তবে এখনও রাইস টিউব দিয়েই খাওয়ানো হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বর্তমানে দু'টি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে ৷
সংক্রমণের মাত্রা কতটা তা জানতে ফের কয়েকটি পরীক্ষা করা হবে। তারপর 11 চিকিৎসককে নিয়ে তৈরি বোর্ড আবারও বসবে বৈঠকে। তাতেই ঠিক করা হবে কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরানো হবে। হাসপাতাল সূত্রে খবর, একটু সুস্থ হতেই সাধারণ জীবন যাত্রায় ফিরে যেতে চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনই বাড়ি ফিরতে চান তিনি ৷ তবে আরও একটু দেখে নিতে চান চিকিৎসকরা ৷