Chhabi Biswas's House: কিংবদন্তি ছবি বিশ্বাসের বাড়িকে সংস্কার করে পর্যটন কেন্দ্রের দাবি এলাকাবাসীর - ছবি বিশ্বাসের বাড়িকে পর্যটন কেন্দ্রের দাবি
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 1-এর অন্তর্গত ছোট জাগুলিয়া ৷ সেখানে চলচ্চিত্র জগতের বিখ্যাত শিল্পী ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি ৷ এই বাড়ি ঘিরে আছে নানা কথা ও ইতিহাস ৷ সেই বাড়ির এখন জরাজীর্ণ দশা ৷ এই ছোট জাগুলিয়া অঞ্চলের বাড়িতেই তিনি এক সময় স্বপরিবারে থাকতেন ৷ এই বাড়িকে যাতে কোনওভাবে সংস্কার করা যায় (Residents Demand to Renovate Chhabi Biswass House) তাহলে একটি নিদর্শন হয়ে থাকতে পারে বলে দাবি জানাচ্ছেন এলাকাবাসী ৷ কালের নিয়মে ধীরে ধীরে ছবি বিশ্বাসের এই বাড়িটি জরাজীর্ণ কঙ্কালে পরিণত হয়েছে ৷ এই বাড়িটির নাম কালী নিবাস ৷ তিনি আগে থাকতেন বড় জাগুলিয়ায় ৷ সেখান থেকে বারাসতের ছোট জাগুলিয়ায় চলে এসেছিলেন তিনি ৷ তাঁর এই পৈতৃক ভিটেয় এখনও পড়ে রয়েছে নানা স্মৃতি ৷
উল্লেখ্য, ছবি বিশ্বাস পেশাদার অভিনেতা হিসাবে চলচ্চিত্র জগতে অবদান রেখে গিয়েছেন ৷ তাঁর প্রথম ছবি অন্নপূর্ণার মন্দির ৷ পরবর্তীতে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করেন তিনি ৷ এখানে বান্ধব নামে একটি সমিতি ছিল যেখানে ছবি বিশ্বাস নাটক মঞ্চস্থ করতেন ৷ ছোট জাগুলিয়ার যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি আছে সেটি তৈরির জন্য তিনিই দশ বিঘা জমি দান করেছিলেন। 1942 থেকে 1943 সালে দুর্ভিক্ষের সময় ছোট জাগুলিয়ার গ্রামে গ্রামে চাল, ডাল, জামা-কাপড় পৌঁছে দিয়েছিলেন ৷ 11 জুন 1962 সালে কলকাতা থেকে ছোট জাগুলিয়া আসার পথে এক পথ দুর্ঘটনায় তিনি প্রয়াত হন ৷