RPF Twitter Video: লাইনে শুয়ে ব্যক্তি! ছুটে আসছে ট্রেন, বাঁচালেন রেলকর্মী; দেখুন ভিডিয়ো - run over by speeding train in Purba Medinipur
🎬 Watch Now: Feature Video
আত্মহত্যা করতে লাইনের ওপর শুয়ে পড়েন এক ব্যক্তি ৷ সেই লাইন দিয়ে ছুটে আসছে ট্রেন। এমন দৃশ্য দেখে তাঁকে বাঁচাতে লাইনে নেমে পড়েন মহিলা রেলকর্মী ৷ হাত ধরে টানতে টানতে লাইন থেকে টেনে তোলেন ওই ব্যক্তিকে ৷ তাঁকে সাহায্য করতে দেখে এগিয়ে আসেন স্টেশনে উপস্থিত লোকেরাও ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুরের একটি রেল স্টেশনের ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷ এই ভিডিয়োটি আরপিএফ ইন্ডিয়ার তরফে টুইট করা হয়েছে ৷ তাতে জানা গিয়েছে, আরপিএফের ওই লেডি কনস্টেবলের নাম কে সুমাথি ৷ যাত্রীদের নিরাপত্তার প্রতি তাঁর এই দায়বদ্ধতাকে ধন্যবাদ দিয়েছে আরপিএফ ইন্ডিয়া ৷
উল্লেখ্য, এর আগে সোশাল মিডিয়ায় আরও একটি ভাইরাল হয়েছিল ৷ তাতে দেখা গিয়েছিল রেলওয়ে স্টেশনে মায়ের হাত ধরে হাঁটছিল একটি ছোট্ট ছেলে। কিন্তু মা দৃষ্টিহীন। হঠাৎই ছেলেকে নিয়ে হাঁটতে-হাঁটতে তিনি রেলওয়ে ট্র্যাকের দিকে এগিয়ে যান। ছেলেটা যখনই নীচে পড়ে যায়, তখন তিনি বুঝতে পারেন, ভুল পথে হাঁটছিলেন। এদিকে ট্রেনও চলে আসে সেই লাইনে ৷ বাচ্চাটি চেষ্টা করলেও সে উঠতে পারে না ৷ সেই সময় পয়েন্টসম্যান দূর থেকে দৌড়তে-দৌড়তে গিয়ে বাচ্চাটিকে প্রাণে বাঁচান।