Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট গ্রহণ চলছে বীরভূমের বেশিরভাগ বুথে - কেন্দ্রীয় বাহিনী ছাড়াই বীরভূমে নির্বাচন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2023, 11:55 AM IST

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই বীরভূমের বেশিরভাগ এলাকায় শুরু হল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার দীর্ঘক্ষণ পরেও বাহিনী এসে পৌঁছায়নি ভোটকেন্দ্রে ৷ তাই আর অপেক্ষা না কর  সশস্ত্র রাজ্য পুলিশ দিয়েই শুরু হল ভোট গ্রহণ । জেলার 2709টি পোলিং স্টেশনেই শুরু হয়ে যায় ভোট গ্রহণ পর্ব । লাইন দিয়ে উৎসবের মেজাজে ভোট প্রদান পর্ব শুরু করেন এলাকাবাসী ৷ 

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বীরভূম শাসাকদলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় বীরভূম । সেই বীরভূম এক বছরের বেশি সময় ধের অনুব্রত হীন ৷ গরু পাচার মামলায় বছর খানেক ধরে জেলবন্দি তৃণমূলের এই দাপুটে নেতা ৷ তাঁকে ছাড়াই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন । 

অনুব্রত না থাকলেও নির্বাচন ঘোষণা থেকেই বিরোধীদের অভিযোগ ছিল সন্ত্রাস হবে ৷ সেই মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা একটি মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ বাহিনী দিয়ে হবে পঞ্চায়েত নির্বাচন । কিন্তু শনিবার দেখা গেল অন্যচিত্র ৷ পর্যাপ্ত বাহিনী এসে না পৌঁছানোয় জেলার অধিকাংশ ভোটে গ্রহণ কেন্দ্রে রাজ্যের সশস্ত্র পুলিশের উপস্থিতিতেই শুরু হল ভোট গ্রহণ । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.