Baranagar Dengue Situation: বরানগরে ডেঙ্গি সংক্রমণ নিয়ে জরুরি বৈঠক অতিরিক্ত জেলাশাসকের - বরানগরে ডেঙ্গি সংক্রমণ
🎬 Watch Now: Feature Video
বরানগর পৌরসভা অঞ্চলে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক (Baranagar Dengue Situation) ৷ এই অবস্থায় এদিন পৌরসভায় চেয়ারপার্সন এবং অন্যান্য পৌর প্রতিনিধি-সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক তাহের উজ জামান (North 24 Pargana ADM Taher Uz Zaman) ৷ তবে, এদিন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বরানগর এলাকায় ডেঙ্গির প্রকোপ অনেকটাই কমেছে ৷ পৌরসভা এবং স্বাস্থ্য দফতর সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ তবে, উল্লেখ্য গত এক সপ্তাহে বরানগর পৌর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 15 ৷ এখনও পর্যন্ত 175 জন বরানগর পৌরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST