Model Polling Station: মহিলা ভোট কর্মীদের নিয়ে তৈরি মডেল ভোটগ্রহণ কেন্দ্র - Model Polling Station

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 9:47 PM IST

ধূপগুড়িতে সম্পন্ন হল উপনির্বাচন ৷ এদিন মহিলা ভোট কর্মীদের নিয়ে তৈরি হয়েছে মডেল ভোটগ্রহণ কেন্দ্র । ধূপগুড়ি পৌর এলাকার দক্ষিণ বৈরাতীগুড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দু’টি বুথ ৷ সেগুলি হল 192 এবং 199 নং বুথ । ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত এই দু’টি বুথকেই মডেল বুথ হিসেবে সাজিয়ে তুলেছিল নির্বাচন কমিশন । এই বুথে ছিলেন মহিলা ভোট কর্মী ৷ বুথটিকে সাজিয়ে তোলা হয়েছে বেলুন ও ফুল দিয়ে ৷ বুথের জায়গায় জায়গায় রাখা হয়েছে গাছের টব ৷ সমগ্র এলাকা জুড়ে দেওয়া হয়ে ব্যানারে ৷ যেখানে লেখা 'ভোট সবার শপথ' ৷ এছাড়াও পর্যাপ্ত পানীয় জল, ডাস্টবিনেরও ব্যবস্থা করা হয়েছে ৷ বুথে এক সেকশন কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে ৷ সুশৃঙ্খলভাবে ভোটদান করতেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ এই বুথে রয়েছে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী ছিল ।  

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এই আসনটি খালি ছিল এতদিন ৷ সেই আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হল ৷ বিজেপি বিধায়কের মৃত্যুর মাস দেড়েক যেতে না-যেতেই সম্পন্ন হল নির্বাচন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.