Madan on Partha: পার্থ চট্টোপাধ্যায়কে ক্যান্সারের সঙ্গে তুলনা মদনের - পার্থ চট্টোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 10, 2023, 2:18 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

উত্তর 24 পরগনা, 10 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ক্যান্সারের সঙ্গে তুলনা করলেন মদন মিত্র (madan mitra compared partha chatterjee with cancer) ৷ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় নিউ বারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহাকে বলতে শোনা গিয়েছিল, "পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস কেটে বাদ দিয়ে দিয়েছে । শরীরের কোনও অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিয়ে দিতে হয় ।" এবার সেই ক্যান্সার ইস্যুতেই সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । বৃহস্পতিবার সাগরদত্ত মেডিক্যাল কলেজের ক্যান্সার ইউনিট উদ্বোধনে তিনি বলেন "প্রবীর সাহা বলতে চেয়েছিলেন রাজনৈতিক ক্যান্সার হলে সেটা অঙ্গ ছেটে বাদ দিয়ে দিতে হবে । এটা বলেননি যে ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টটাকে রেখে চলতে হবে । রাজনৈতিক ক্যান্সার যাদের হয়েছে তৃণমূল তাদের আসল সত্যিটা মনে করিয়ে দিয়েয়ছে । ক্যান্সার হলে বাদ দিতেই হবে। কিন্তু আমি মদন মিত্র ৷ আমার তো ক্যান্সার হয়নি । 23 মাস আমি কেন কাস্টডিতে ছিলাম? আমার জীবনের 23 মাস ছিঁড়ে নেওয়া হয়েছে । আমি কি হনুমান নাকি? আমি বাহুবলিও নই প্রভাবশালী নই আমার বিরুদ্ধে কোনও প্রমান নেই l"

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.