Kali Puja 2023: সরিষা গ্রামে 350 বছরের পুরনো কাঠে তৈরি হয় মা কালীর মূর্তি
🎬 Watch Now: Feature Video
Published : Nov 11, 2023, 3:48 PM IST
মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল ঘোষপুকুর । কথিত রয়েছে, সেই পুকুরেই নাকি কাঠ ভেসে এসেছিল ৷ আর সেই কাঠ দিয়েই তৈরি হয়েছিল মা কালীর মূর্তি । প্রায় সাড়ে 300 বছর পুরনো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সরিষা গ্রামে হালদার পরিবারের কালীপুজো ৷ আজও সেই নিয়ম অব্যাহত ৷ তাই মাটি দিয়ে নয়, এখানে মা কালীর মূর্তি সম্পূর্ণটাই তৈরি হয় কাঠ দিয়ে । আর সেই কাঠের বয়স সাড়ে 300 বছর ৷
তখন অবিভক্ত বাংলার মুড়াগাছার জমিদার ছিলেন বরদাপ্রসাদ রায়চৌধুরী ৷ তাঁর রাজ্যপাট প্রসারিত ছিল বাংলার বিভিন্ন জায়গায় । তিনি ছিলেন শিবের ভক্ত । তাঁর রাজ্যপাট বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ 24 পরগনার প্রায় শতাধিকেরও বেশি জায়গায় তিনি স্থাপন করেছিলেন একাধিক মন্দির । ডায়মন্ড হারবার সরিষা গ্রামে এই কালী মন্দিরও তাঁরই প্রতিষ্ঠিত । কথিত রয়েছে, মুড়াগাছার জমিদার বরদাপ্রসাদ রায়চৌধুরী তাঁর সুবিশাল জমিদারিত্ব বজায় রাখতে একাধিক জায়গায় ভাগ চাষির মাধ্যমে জমিদারিত্ব বজায় রেখেছিলেন । সেই সময় সরিষা গ্রামে এই মন্দির স্থাপনের পাশাপাশি প্রায় 300 বিঘা জমি পেরেল ও হালদারদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন তিনি । পরবর্তী সময়ে পেরেলদের থেকে সমস্ত কিছুই কিনে নেন সন্তোষকুমার হালদার ৷ আর সেইভাবেই এই মন্দিরও চলে যায় তাদের দখলে ।
শোনা যায়, তখন সরিষা গ্রাম-সহ বিভিন্ন গ্রামে গ্রামে দেখা দেয় বসন্ত রোগ ৷ আর সেই সময়ই জমিদার বরদাপ্রসাদ রায়চৌধুরী স্বপ্নাদেশ পান সরিষা গ্রামের এই মন্দিরেই প্রতিষ্ঠিত করতে হবে মা কালীকে । সেই থেকেই এই পুজোর শুরু ৷