Durga Puja 2023: সপ্তমীতে বাহান্নভোগ, দশমীতে পান্তা ও ইলিশ দিয়ে উমাকে বিদায় ভদ্রেশ্বরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে - Bandyopadhyays house in Bhadreswar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 9:29 PM IST

সপ্তমীতে বাহান্নভোগ ৷ দশমীর দিন পান্তা ভাত ও ইলিশ মাছ দিয়ে বিদায় জানানো হয় মা দুর্গাকে । খাওয়া-দাওয়া থেকে পুজোপাঠের বিশাল আয়োজন হয় ভদ্রেশ্বরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় । 223 বছর ধরে এভাবেই পুজো হয়ে আসছে ভদ্রেশ্বর তেলিনিপাড়ার অন্নপূর্ণা মন্দিরে । বহুকাল আগে পূর্বপুরুষ বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় মানকুন্ডুর সেনা ছাউনিতে গিয়েছিলেন । সেখানে বিশেষ যোগ্যতার জন্য তাঁকে হিসাবরক্ষক পদে নিযুক্ত করা হয়েছিল । পরবর্তীকালে পদোন্নতি হলে তিনি মাইসোরে ব্রিটিশ ছাউনির কোষাগারের দায়িত্ব পেয়েছিলেন । তাঁর কাজে খুশি হয় ব্রিটিশরা । তাঁকে বিপুল পরিমাণের আর্থিক উপঢৌকন দেয় । তিনি ভদ্রেশ্বরে ফিরে এসে জমিদারি পতন করেন । প্রথমে ভদ্রেশ্বর তেলিনিপাড়ায় অন্নপূর্ণা মন্দির ও দুর্গা মন্দির স্থাপন করেন । এখানে সোনার অন্নপূর্ণা ও অষ্টধাতুর মহাদেব বিরাজ করেন বারো মাস । প্রতি বছর দুর্গাপুজো করে আসছে বংশপরম্পরায় বন্দ্যোপাধ্যায় পরিবার । আগে এখানে পশু বলি প্রচলন থাকলেও তা এখন বন্ধ হয়ে গিয়েছে । সপ্তমীর দিন সাদা ভাত, খিচুড়ি ও পাঁচ রকমের মাছ-সহ 52 রকমের ভোগ দেওয়া হয় উমাকে । নবমীর দিন রান্না করে রাখা হয় পান্তা ভাত ও ইলিশ মাছ ৷ দশমীর দিন সেগুলি নিবেদন করে মা দুর্গাকে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.