New Parliament: উদ্বোধনের পরই জমকালো লেজার শো, আলোকমালায় সাজল নয়া সংসদ ভবন - New Parliament Inauguration
🎬 Watch Now: Feature Video
উদ্বোধনের পরই আলো ও লেজার-শোয় সেজে উঠেছে নতুন সংসদ ভবন ৷ লেজার-শোয়ের সঙ্গেই সংসদ ভবন নিয়ে ধারাভাষ্যও চলছে ৷ রবিবার হোম, পূজার্চনা-সহ একাধিক ধর্মীয় এবং সামাজিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধনের পর লোকসভার অধ্যক্ষের আসনের পাশে স্থাপন করা হয় রাজদণ্ড সেঙ্গল ৷ মোট 65 হাজার বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে এই নয়া সংসদ ভবন ৷ মোট 836 কোটি টাকা ব্য়য়ে তৈরি হয়েছে ভারতের নয়া সংসদ ভবন ৷ লোকসভা সচিবালয় সূত্রে খবর, উচ্চকক্ষ রাজ্যসভা পদ্মের থিমে এবং নিম্নকক্ষ লোকসভা ময়ূরের থিমে তৈরি হয়েছে ৷ এদিন পুজোপাঠের পর সেঙ্গলের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী ৷ যদিও এদিনের সংসদ ভবন অনুষ্ঠান বয়কট করে কংগ্রেস-সহ 20টি অবিজেপি রাজনৈতিক দল ৷ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করার জেরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে বিরোধীদের তরফে ৷ তবে বিজেপি সমমনা এবং এনডিএ শরিক দলের সব সাংসদই এদিন হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সুমিত্রা মহাজন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ৷
TAGGED:
New Parliament Inauguration