Ram Pyare Ram Funeral : রাম পেয়ারে রামের শেষ বিদায়ে হাজির শাসক-বিরোধী সব দলের নেতৃত্ব - বিজেপি কাউন্সিলর সজল ঘোষ
🎬 Watch Now: Feature Video
Published : Nov 13, 2023, 6:22 PM IST
কলকাতা কর্পোরেশনের ইতিহাসের সব থেকে বেশি সময়ের কাউন্সিলর প্রয়াত রাম পেয়ারে রামকে সোমবার ফুল-মালায় চির বিদায় জানাল সহকর্মীরা ৷ কলকাতা কর্পোরেশন কেন্দ্রীয় ভবনে এদিন রাম পেয়ারে রামের দেহ নিয়ে আসা হয় ৷ সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক, বাম কাউন্সিলর মধুছন্দা দেব-সহ অনেকেই। শাসক-বিরোধী সব দলের একাধিক কাউন্সিলর ও কর্পোরেশনের শ্রমিক নেতৃত্ব এদিন শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত কাউন্সিলরের উদ্দেশে। ফিরহাদ হাকিম থেকে সজল ঘোষ বা সন্তোষ পাঠক সকলের গলাতেই দেখা গিয়েছে আক্ষেপের সুর ৷ রাম পেয়ারে রামের চলে যাওয়ার ঘটনায় শোকাহত সকলেই। সকলেই প্রায় একবাক্যে অভিভাবক হারানোর যন্ত্রনা প্রকাশ করলেন ৷ এদিন ফিরহাদ হাকিম বলেন, "প্রায় 50 বছরের বেশি উনি কাউন্সিলর ৷ ছয় বারের বিধায়ক ৷ সারাজীবন মানুষের কাজই করে গিয়েছেন ৷ এলাকাতেও জনপ্রিয় ছিলেন তিনি ৷ শেষ দিকে ছেলেকে হারিয়ে বেঁচে থাকার ইচ্ছা চলে গিয়েছিল ৷ আমি অনেক চেষ্টা করেছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্য শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷"