হায়দরাবাদ, 27 জানুয়ারি: স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকরা প্রায় প্রত্যেকেই ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ATM কার্ড ব্যবহার করেন। এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন রকম কেনাকাটায় ওই কার্ডের ব্যবহার করেন তাঁরা। অ্যাকাউন্ট খোলার সময় এই কার্ড ব্যাঙ্ক তার গ্রাহকদের বিনামূল্যেই দিয়ে থাকে। তবে ডেবিট বা এটিএম কার্ড ব্যবহার করার ক্ষেত্রে নির্দিষ্ট চার্জ দিতে হয় গ্রাহকদের।
এই চার্জ অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকের অ্যাকাউন্টে জমা থাকা টাকা থেকেই কেটে নেয় ব্যাঙ্ক ৷ তাই, এই চার্জগুলি সম্পর্কে অনেকেরই তেমন কোনও ধারণা থাকে না ৷ চলুন এই প্রতিবেদ থেকে জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকদের থেকে ডেবিট কার্ডে জন্য কী কী চার্জ কাটা হয় এবং তার অঙ্কটা কত...
স্টেট ব্যাঙ্কের (SBI) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ডেবিট কার্ড ইস্যু করার জন্য তিনটি বিভাগের চার্জ রয়েছে। ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্টাক্টলেস ডেবিট কার্ডের জন্য কোনও চার্জ দিতে হয় না। গোল্ড ডেবিট কার্ডের চার্জ 100 টাকা + জিএসটি এবং প্ল্যাটিনাম ডেবিট কার্ডের চার্জ 300 টাকা + জিএসটি ৷
ডেবিট কার্ডে বার্ষিক চার্জ:
সমস্ত ATM কার্ডে একটি বার্ষিক চার্জ রয়েছে ৷ যেমন, ডেবিট কার্ডের জন্য বেশিরভাগ ব্যাঙ্ক বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ নিয়ে থাকে। অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় বছর থেকে এই চার্জ নেওয়া শুরু হয়। বিভিন্ন ধরনের কার্ডে এই চার্জ ভিন্ন ভিন্ন হয়।
- ক্লাসিক, সিলভার, গ্লোবাল কন্টাক্টলেস ডেবিট কার্ডের জন্য চার্জ 200 টাকা + জিএসটি ৷
- যুব, গোল্ড, কম্বো, মাই কার্ড ডেবিট কার্ডের জন্য চার্জ 250 টাকা + জিএসটি ৷
- প্লাটিনাম ডেবিট কার্ডের চার্জ 325 টাকা + জিএসটি ৷
- প্লাটিনাম বিজনেস রুপে কার্ডের জন্য চার্জ 350 টাকা + জিএসটি ৷
- গর্ব, প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের জন্য চার্জ 425 টাকা + GST ৷
ডেবিট কার্ড রিপ্লেস করার জন্য চার্জ:
যদি গ্রাহকের কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং কার্ড নতুন করে পেতে চান, তাহলে গ্রাহকের থেকে ব্যাঙ্ক 300 টাকা + GST চার্জ বাবদ কাটবে।
আন্তর্জাতিক লেনদেন চার্জ:
এই চার্জ পরিস্থিতি অনুযায়ী প্রযোজ্য। গ্রাহক যদি শুধুমাত্র এটিএম-এ গিয়ে ব্যালেন্স চেক করেন তাহলে তাকে 25 টাকা + GST চার্জ বাবদ দিতে হবে। গ্রাহক যদি এটিএম থেকে নগদ টাকা তোলেন, তবে তাঁকে প্রতি লেনদেনে কমপক্ষে 100 টাকা + লেনদেনের মোট অঙ্কের 3.5 শতাংশ + জিএসটি চার্জ বাবদ দিতে হবে। গ্রাহক যদি POS মেশিনে আন্তর্জাতিক লেনদেন বা ই-কমার্স লেনদেন করেন, তাহলে তাঁকে লেনদেনের মোট অঙ্কের 3 শতাংশ + GST চার্জ দিতে হবে।