নৈহাটি, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের পিকনিকে শূন্যে গুলি ছুড়ে আনন্দ উল্লাস করার অভিযোগ । ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর 24 পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে । পুলিশ 7 এমএম পিস্তল উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 26 জানুয়ারিতে পিকনিক চলাকালীন গুলির আওয়াজ শুনতে পাওয়া যায় ৷ তা শুনে পিকনিক স্পটের দিকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । এরপর শিবদাসপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে দু'জনকে । অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন । পুলিশ ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে ।
পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা জানান, তাঁরা নিছক মজার জন্যই গুলি ছুড়েছেন । তবে তা পরবর্তীকালে তাদের কাছে সাজা হয়ে দাঁড়ায় ৷ এমনকি পুলিশের হাতে গ্রেফতার হতে হয় ৷
গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ এক গ্রামবাসী বলেন, "গতকাল রাতে আমি যখন যাই তখন দেখি, ওরা পিকনিকের জিনিস গাড়িতে তুলছে ৷ পুলিশকে আসতে দেখি ৷ তবে ঘটনা সঠিক কখন ঘটেছে জানি না ৷ আমরা অনেক রাতে গুলি চালানোর খবর পাই ৷ এখানে মদ ও জুয়ার আসর বসে ৷ আমি প্রশাসনের কাছে আবেদন করব এগুলো যেন বন্ধ হয় ৷ আমরা নিরাপত্তার অভাবে ভুগছি ৷ গ্রামবাসীরা আতঙ্কিত রয়েছেন ৷ পিকনিক করুক কিন্তু অভব্য আচরণ মেনে নেওয়া যাবে না ৷ ছাত্রছাত্রীরা এখান দিয়ে যাওয়া-আসা করে ৷ আগামিদিনে যেন এরকম ঘটনা আর না ঘটে, সেদিকে নজর দিক প্রশাসন ৷"
আরেক গ্রামবাসী তাজুর কথায়, "শুনেছি গুলি চলেছে ৷ এখানে মদের আসর বসে ৷ পিকনিকে মদ খেয়ে নাচানাচি করে ৷ পিকনিক স্পটের মালিক কিছু বলে না ৷ এখানে পিকনিক যেন না হয় ৷ এখান থেকে ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় ৷ আমরা কোনওরকমের ঝামেলা চাই না ৷"
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি(নর্থ) গণেশ বিশ্বাস বলেন, "নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । ধৃতরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"
উল্লেখ্য, কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে একইরকম ঘটনা ঘটে মালদার মানিকচক ব্লকের নুরপুর এলাকায় ৷ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে একাধিক রাইফেল থেকে গুলি ছোড়া হয় শূন্যে ৷ সে সময় নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুলিশকে ৷ তাদের সামনে পরপর পাঁচ রাউন্ড গুলি কীভাবে চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷