ETV Bharat / state

সবচেয়ে বড় সরস্বতী ! প্রতিমার আদলে তৈরি হচ্ছে 111 ফুটের মণ্ডপ - SARASWATI PUJA 2025

ইয়াব্বড় সরস্বতী ! দেখতে চাইলে এবার বাণী বন্দনার সময় ঘুরে আসুন মহেশতলার বাটানগর নিউল্যান্ড মাঠে ৷ সেখানেই ভক্তদের দর্শন দেওয়ার অপেক্ষায় দেবী ৷

Saraswati Puja in Batanagar
111 ফুটের সরস্বতী নজর কাড়বে বাটানগরে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 5:08 PM IST

মহেশতলা, 27 জানুয়ারি: তৈরি হচ্ছে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ ৷ উচ্চতা হবে 111 ফুট ৷ শুনে অবিশ্বাস্য মনে হলেও, দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলে দেখতে পাবেন ধীরে ধীরে রূপ পাচ্ছেন বিশ্বের বৃহত্তম সরস্বতী । দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে ।

শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠছে 111 ফুটের এই মণ্ডপ । ভিতরে প্রতিমা ৷ সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলে দাবি উদ্যোক্তাদের ।

প্রতিমার আদলে তৈরি হচ্ছে 111 ফুটের মণ্ডপ (ইটিভি ভারত)
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে গিয়েছে পুজো । তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়ে পুজোর কাজ শুরু করেছেন তাঁরা ৷ আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করছে ক্লাব । 1 ফেব্রুয়ারি শনিবার এই পুজোর উদ্বোধন হবে । পঞ্জিকা মেনে পুজো হবে 3 ফেব্রুয়ারি সোমবার । পুজো উপলক্ষে প্রথমবার মাঠে মেলাও বসবে বলে জানান উদ্যোক্তারা ৷ বাটানগর নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে মণ্ডপ । প্রাথমিক পরিকাঠামো তৈরি । চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি । এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলির কথায়,"বাঁশ, বাখারি, চট, থার্মোকল-সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে 111 ফুটের সরস্বতীর আদলের মণ্ডপ ৷ আশা করি এত বড় সরস্বতী সবার মন জয় করবে ৷"

বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের সেক্রেটারি রাকেশ দাস জানান, আগে দুটো ক্লাব পৃথক পৃথকভাবে পুজো করত ৷ কিন্তু মাননীয় কাউন্সিলর গোপাল দাসের অনুরোধে এবার একসঙ্গে বড় বাজেটের পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই থেকেই বড় সরস্বতী তৈরির ভাবনা-চিন্তা ৷ দু'মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে ৷ এখন প্রায় শেষের দিকে ৷

মহেশতলা, 27 জানুয়ারি: তৈরি হচ্ছে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ ৷ উচ্চতা হবে 111 ফুট ৷ শুনে অবিশ্বাস্য মনে হলেও, দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলে দেখতে পাবেন ধীরে ধীরে রূপ পাচ্ছেন বিশ্বের বৃহত্তম সরস্বতী । দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে ।

শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠছে 111 ফুটের এই মণ্ডপ । ভিতরে প্রতিমা ৷ সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলে দাবি উদ্যোক্তাদের ।

প্রতিমার আদলে তৈরি হচ্ছে 111 ফুটের মণ্ডপ (ইটিভি ভারত)
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে গিয়েছে পুজো । তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়ে পুজোর কাজ শুরু করেছেন তাঁরা ৷ আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করছে ক্লাব । 1 ফেব্রুয়ারি শনিবার এই পুজোর উদ্বোধন হবে । পঞ্জিকা মেনে পুজো হবে 3 ফেব্রুয়ারি সোমবার । পুজো উপলক্ষে প্রথমবার মাঠে মেলাও বসবে বলে জানান উদ্যোক্তারা ৷ বাটানগর নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে মণ্ডপ । প্রাথমিক পরিকাঠামো তৈরি । চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি । এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলির কথায়,"বাঁশ, বাখারি, চট, থার্মোকল-সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে 111 ফুটের সরস্বতীর আদলের মণ্ডপ ৷ আশা করি এত বড় সরস্বতী সবার মন জয় করবে ৷"

বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের সেক্রেটারি রাকেশ দাস জানান, আগে দুটো ক্লাব পৃথক পৃথকভাবে পুজো করত ৷ কিন্তু মাননীয় কাউন্সিলর গোপাল দাসের অনুরোধে এবার একসঙ্গে বড় বাজেটের পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই থেকেই বড় সরস্বতী তৈরির ভাবনা-চিন্তা ৷ দু'মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে ৷ এখন প্রায় শেষের দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.