Jagannath Snana Yatra: প্রথা মেনে রথের আগে মাহেশে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা - মাহেশের রথযাত্রা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 4, 2023, 8:08 PM IST

প্রথা মেনে মাহেশে রবিবার পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান ৷ 28 ঘড়া গঙ্গা জল, দেড় মোন দুধে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে । আগামী 20 জুন রথযাত্রা উৎসব । মাহেশের রথযাত্রা এ বছর 627 বছরে পড়ল । সেই উপলক্ষ্যে সাজ সাজ রব শ্রীরামপুরের মাহেশে । স্থান যাত্রা থেকে শুরু হয় রথযাত্রার ৷ বহু ভক্ত এ দিন হাজির হন স্নানযাত্রা অনুষ্ঠানে । অক্ষয় তৃতীয়ার দিন হয় চন্দন উৎসব । চন্দন উৎসবের 42 দিনের মাথায় স্নানযাত্রা পালিত হয় । মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে স্নান পিঁড়ির মাঠে ধুমধাম করে হয়েছে আজ স্নানযাত্রা উৎসব । রবিবার সকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ মন্দিরের গর্ভগৃহের সামনে বের করা হয় । পুজো পাঠের পর স্নান পিড়ির মঞ্চে হয় স্নান উৎসব । নিয়ম অনুযায়ী এই স্নানের পরই জগন্নাথদেবের জ্বর আসে । তাঁকে লেপ কম্বল মুড়ি দেওয়া হয় । বৈদ্য ডেকে পাচন খেয়ে জ্বর সারানো হয় । এরপরই অঙ্গরাগ করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয় । এইসময় গর্ভগৃহের দরজা বন্ধ থাকে ৷ তারপর জগন্নাথদেব দুই ভাই বোনকে নিয়ে মামার বাড়ি যান। এই সময় মন্দির থেকে বেরিয়ে সাধারণ ভক্তদের দর্শন দেন তিনি ।    

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.