Deepfake Technology: ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ - fake video

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:42 PM IST

Updated : Nov 12, 2023, 7:04 AM IST

আর পাঁচটা দিনের মতোই কাটছিল আপনারও দিন ৷ হঠাৎ একদিন সকালে উঠে দেখছেন লোকের মুখে মুখে ও সোশাল মিডিয়ায় আপনাকে নিয়ে চর্চা ৷ আপনি কারণ খুঁজতে গেলেন ৷ দেখলেন আপনার আপত্তিজনক কোনও ভিডিয়ো বা ছবি ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ ভাবছেন মিথ্যের এই জালে কী করে জড়িয়ে পড়লেন আপনি ? তাহলে জেনে রাখুন ডিপফেক টেকনোলজির মাধ্যমে এখন সবই সম্ভব ৷ আধুনিক প্রযুক্তির প্রগোতির সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধ প্রবণতার সংখ্যাও ৷ নকল ভিডিও বানানোর এই প্রযুক্তির নাম ডিপফেক বা ডিপফেক টেকনোলজি। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনও মানুষের হুবহু নকল ভিডিয়ো বানানো সম্ভব। মেশিন লার্নিংয়ের প্রয়োগ ঘটানোর মাধ্যমে দিন দিন এই অভিশপ্ত প্রযুক্তিটি আরও নিখুঁতভাবে নকল ভিডিয়ো তৈরি করতে সক্ষম হচ্ছে। কীভাবে কাজ করে এই ডিপফেক টেকনোলজি ? এর হাত থেকে বাঁচার উপায় কি? তা জানতেই ইটিভি ভারতের প্রতিনিধি মুখোমুখি হয়েছিলেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ মহম্মদ রেজা আহমেদের সঙ্গে ৷ তিনি জানালেন, এখন মানুষ না জেনে বুঝেই প্রযুক্তিকে ভুলভাবে ব্যবহার করছে ৷ ডিপফের টেকনোলজিকে আটকানো শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে ! 

Last Updated : Nov 12, 2023, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.