Extra Marital Affairs: ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও ! কুলপিতে গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিবস্ত্র করে মারধর - ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও
🎬 Watch Now: Feature Video
বিবস্ত্র করে মারধর করা হল গৃহবধূ ও তাঁর প্রেমিককে ৷ এমনই বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার কুলপি । এই ঘটনায় গৃহবধূর শাশুড়ি, দেওর-সহ এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, ওই যুবতীর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হল। দুই সন্তানের মা তিনি । স্বামী কর্মসূত্রে থাকেন ভিনরাজ্যে । গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের দাবি, স্বামী না-থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে যুবতী (Extra Marital Affairs) । প্রায়শই ওই যুবক গৃহবধূর বাড়িতে আসতেন বলে অভিযোগ । গত 31 জানুয়ারি রাতেও তার অন্যথা হয়নি । সে রাতেই ঘনিষ্ঠ অবস্থায় দু’জনকে দেখে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন। এরপরই দু'জনকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করা হয় । জনসমক্ষে বিবস্ত্র করে বাড়ির কাছে গাছে বেঁধে রাখা হয় । চলে বেধড়ক মারধর । অত্যাচারের ফলে তীব্র আর্তনাদ করতে থাকেন বধূ । তবে তাঁকে কেউ বাঁচানোর চেষ্টা করেননি বলে গৃহবধূ জানিয়েছেন । পরিবর্তে গোটা ঘটনার ভিডিয়ো করে রাখা হয় । ঘটনার চারদিন পর গৃহবধূ কুলপি থানার দ্বারস্থ হন । থানায় অত্যাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই আইনি ব্যবস্থা নেয় । 12 জন অভিযুক্তকে রবিবার আদালতে তোলা হয় ।