Horse Play : কাঁকসায় মাটির তৈরি অশ্ব ও হাতির সঙ্গে খেলায় মাতল ঘোড়া - কাঁকসার কুমারটুলির মৃৎশিল্পী
🎬 Watch Now: Feature Video
রাস্তার ধারে রাখা ছিল মাটির তৈরি ঘোড়া ও হাতি ৷ তা দেখেই খেলতে গেল এক ঘোড়া ৷ আর তার পরেই ঘটল বিপত্তি । মাটির তৈরি ঘোড়া গেল ভেঙে । এমন ছবিই দেখা গেল কাঁকসার কুমারটুলিতে । একটি ঘোড়া দীর্ঘদিন ধরে সঙ্গীহীন হয়ে কাঁকসার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। শনিবার ঘোড়ার নজরে আসে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে (Horse plays with clay made horse and elephant in Kanksa) । অমনি সঙ্গী ভেবে খেলা শুরু করে ঘণ্টার পর ঘণ্টা । সামনেই বিশ্বকর্মা পুজো সেজন্য ঘোড়া এবং হাতি তৈরি করে রেখেছিলেন কাঁকসার কুমারটুলির মৃৎশিল্পীরা (Kumartuli Artisan) । মাটির তৈরির ঘোড়ার কাছেই দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকে জীবিত ঘোড়াটি। যা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। বহু চেষ্টা করেও সেই ঘোড়াটিকে বাগে আনতে পারেনি মৃৎশিল্পীরা।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST