Independence Day 2023: 77তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে তেরঙা উত্তোলন রাজ্যপালের - Barrackpore Gandhi Ghat
🎬 Watch Now: Feature Video
রীতি মেনে স্বাধীনতা দিবস পালন হল ব্যারাকপুর গান্ধিঘাটে। দেশের 77তম স্বাধীনতা দিবস দেশজুড়ে পালিত হচ্ছে ৷ সকালেই দিল্লির লালকেল্লায় পতাকা তুলে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি শহর কলকাতায় রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পালিত হয়েছে দেশের 77তম স্বাধীনতা দিবস ৷ মঙ্গলবার সকালে ব্যারাকপুরের গান্ধিঘাটে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধিঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ায় পাশাপাশি গান্ধিজীর স্মারকস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
সভার শুরুতে রাজ্যপাল এসে হাজির হলে উপস্থিত অতিথি এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ৷ এছাড়াও ছিলেন মহকুমাশাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া-সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকগণ। অনুষ্ঠানের শুরুতে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন হয়। সঙ্গীত পরিবেশনা চলাকালীন রাজ্যপাল-সহ উপস্থিত বাকি কর্মকর্তারা মহাত্মা গান্ধির স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন করেন।