Nandigram Shahid Diwas: শুভেন্দুকে 'গো ব্যাক' স্লোগান, শহিদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

By

Published : Nov 10, 2022, 6:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

thumbnail

2007 সালের 10 নভেম্বর নন্দীগ্রামের নৃশংস হত্যালীলাকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় শহিদ দিবস (Nandigram Shahid Diwas) ৷ এ বছরও তার ব্যতিক্রম হল না ৷ সমানতালে চলল রাজনীতিও ৷ এদিন সকালে নন্দীগ্রামের সোনাচূড়ার শহিদ বেদীতে মাল্যদান করে শহিদ দিবসের 15তম বর্ষপূর্তি পালন করে তৃণমূল কংগ্রেস ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের প্রথম সারির নেতা এবং পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ অন্যদিকে, তৃণমূলের মঞ্চ থেকে মাত্র 10 ফুট দূরেই বাঁধা হয়েছিল বিজেপি-এর মঞ্চ ৷ এদিন গেরুয়া শিবিরের তরফ থেকেও শহিদ দিবস পালন করা হয় ৷ তার নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুভেন্দুর কনভয় এলাকায় ঢুকতেই গো ব্যাক স্লোগান (Go Back Slogan) দেন তৃণমূলের স্থানীয় সদস্যরা ৷ তড়িঘড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.