শ্রীরামপুরে জুটমিলে আগুন ! 10টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে
🎬 Watch Now: Feature Video
Fire at Srirampur Jute Mill: নববর্ষের দিনই জুটমিলে আগুন ৷ সোমবার দুপুরে শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷ তাই ক্ষতিগ্রস্ত জুটমিলের একটি ইউনিট ৷ দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে জলের অভাবে সমস্যায় পড়েন দমকল কর্মীরা ৷ দীর্ঘ কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা ৷
পুলিশ সূত্রে খবর, দুপুরে জুটমিলের হান্ড্রেড ইউনিটে প্রথম আগুন লাগে ৷ এই ইউনিটে পাট থেকে সুতো তৈরি হয় ৷ নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলকর্মী ৷ দ্রুত শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করেন ৷ শ্রমিকদের দাবি, প্রথমে একটি মেশিনে থেকে আকস্মিক আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে আগুন ছড়িয়ে পরে গোটা ইউনিটে। সেসময় অনেক শ্রমিক কাজ করছিলেন সেখানে। দমকলকর্মীদের সহায়তায় তাঁরা বেরিয়ে আসেন ৷ জুটমিলের এক শ্রমিক নূর আলম বলেন, "আগুনের কারণে হান্ড্রেড ইউনিটের কাঁচা মাল পুড়ে গিয়েছে । অনেক ক্ষতি হয়ে গিয়েছে ৷" আরেক শ্রমিক উত্তম চন্দ্র জানান, জুটমিলের স্বাভাবিক কাজ চলছিল। ওই ইউনিটে তখন চারশো শ্রমিক কাজ করছিল ৷ তবে দমকলেরর আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷