ETV Bharat / state

'সুশান্ত ঘোষ গুন্ডা, তাই গুলি চালিয়েছি', দাবি ধৃত গুলজারের - TMC COUNCILLOR SUSHANTA GHOSH

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার মাস্টারমাইন্ড গুলজার ৷ পুলিশের ভ্যানে ওঠার আগে সে সাফ জানাল, সুশান্তকে কেন খুনের ছক কষেছিল ?

TMC Councillor Sushanta Ghosh Attempt to Murder Case
সুশান্ত ঘোষ খুনের চেষ্টায় গ্রেফতার অভিযুক্ত গুলজার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 10:31 PM IST

Updated : Nov 16, 2024, 11:10 PM IST

বর্ধমান, 16 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল মূল অভিযুক্ত গুলজার ৷ শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে আটক করে কলকাতায় নিয়ে আসে পুলিশ ৷

গাড়িতে ওঠার সময় অভিযুক্ত গুলজারকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তখন সে বলে, "সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায় ৷" কেন সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করা হল ? এর উত্তরে সে বলে, "আমার জায়গা দখল করেছে, তাই মেরেছি ৷ দু'হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করে নিয়েছিল হায়দার আলি ৷ সে সুশান্ত ঘোষের গুন্ডা ৷ সেই কারণেই তাকে গুলি করেছি ৷" ইকবাল কে ? এর উত্তরে গুলজার স্পষ্ট জানায়, "আমার সঙ্গী ৷ আর আমার নাম গুলজার ৷"

সুশান্ত ঘোষ খুনের চেষ্টায় গ্রেফতার অভিযুক্ত গুলজার (ইটিভি ভারত)

সূত্রের খবর, ইএম বাইপাসের আনন্দপুরে জমি নিয়ে বিবাদ চলছিল সুশান্ত ও গুলজারের মধ্যে ৷ সুশান্ত ঘোষ সেখানে প্রোমোটিং করছিলেন ৷ সেই সূত্রেই সুশান্ত ঘোষকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বলে অভিযোগ উঠেছে গুলজারের বিরুদ্ধে ৷ শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে ফুটপাথে বসে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ তখন বাইকে করে এক দুষ্কৃতী এসে তাঁকে গুলি চালানোর চেষ্টা করে ৷ কিন্তু বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চলেনি ৷ প্রাণে বেঁচে যান সুশান্ত ৷

সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা গিয়েছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে গুলি চালানো হয় ৷ দুষ্কৃতীরা বাইকে করে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এসে গুলি চালায় ৷ সেই সময় গুলি না চললেও সেখানে থাকা কয়েকজন ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন ৷ পুলিশ জানতে পারে সুশান্ত ঘোষকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল ৷ সেই মাস্টার মাইন্ডের খোঁজে তল্লাশি চলছিল ৷ এদিন বর্ধমানের গলসি থেকে আটক করা হয় সুশান্ত খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে ৷

বর্ধমান, 16 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল মূল অভিযুক্ত গুলজার ৷ শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে আটক করে কলকাতায় নিয়ে আসে পুলিশ ৷

গাড়িতে ওঠার সময় অভিযুক্ত গুলজারকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তখন সে বলে, "সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায় ৷" কেন সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করা হল ? এর উত্তরে সে বলে, "আমার জায়গা দখল করেছে, তাই মেরেছি ৷ দু'হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করে নিয়েছিল হায়দার আলি ৷ সে সুশান্ত ঘোষের গুন্ডা ৷ সেই কারণেই তাকে গুলি করেছি ৷" ইকবাল কে ? এর উত্তরে গুলজার স্পষ্ট জানায়, "আমার সঙ্গী ৷ আর আমার নাম গুলজার ৷"

সুশান্ত ঘোষ খুনের চেষ্টায় গ্রেফতার অভিযুক্ত গুলজার (ইটিভি ভারত)

সূত্রের খবর, ইএম বাইপাসের আনন্দপুরে জমি নিয়ে বিবাদ চলছিল সুশান্ত ও গুলজারের মধ্যে ৷ সুশান্ত ঘোষ সেখানে প্রোমোটিং করছিলেন ৷ সেই সূত্রেই সুশান্ত ঘোষকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বলে অভিযোগ উঠেছে গুলজারের বিরুদ্ধে ৷ শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে ফুটপাথে বসে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ তখন বাইকে করে এক দুষ্কৃতী এসে তাঁকে গুলি চালানোর চেষ্টা করে ৷ কিন্তু বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি চলেনি ৷ প্রাণে বেঁচে যান সুশান্ত ৷

সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা গিয়েছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে গুলি চালানো হয় ৷ দুষ্কৃতীরা বাইকে করে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এসে গুলি চালায় ৷ সেই সময় গুলি না চললেও সেখানে থাকা কয়েকজন ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন ৷ পুলিশ জানতে পারে সুশান্ত ঘোষকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল ৷ সেই মাস্টার মাইন্ডের খোঁজে তল্লাশি চলছিল ৷ এদিন বর্ধমানের গলসি থেকে আটক করা হয় সুশান্ত খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে ৷

Last Updated : Nov 16, 2024, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.