Nilgai in Malda: আমবাগানে নীলগাইয়ের দেখা মিলতেই উপচে পড়ল ভিড় - Nilgai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2023, 7:47 PM IST

হঠাৎ বাগানে আগমন নীলগাইয়ের (Extinct Species Nilgai Seen)। সেই নীলগাই দেখতে ভিড় জমালেন এলাকার লোকজন। অনেকে আবার সেই স্মৃতি ক্যামেরাবন্দি করেও রাখেন। তবে তার কয়েক ঘণ্টা পর থেকে আর দেখা মেলেনি ওই নীলগাইয়ের। একাধিকবার ফোন করা হলেও বন দফতর ওই এলাকায় আসেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত ওই নীলগাইটিকে উদ্ধার করে যথাযথ স্থানে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলাবার দুপুর 12টা নাগাদ ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকার বাগানে একটি নীলগাই দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরেই ইন্দো-বাংলাদেশ সীমান্ত। কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসল তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই। স্থানীয় এক বাসিন্দা বাবলু রান্ধার জানান, এই এলাকার নাম আমজামতলা। দুপুর বারোটা নাগাদ একটা নীলগাই বাগানে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ আগে থেকে নীলগাইটিকে আর দেখা যাচ্ছে না। বনদফতরকে জানানো হলেও তারা এখনও পৌঁছয়নি। উল্লেখ্য, এর আগেও মালদার মানিকচকে নীলগাই দেখতে পাওয়া গিয়েছিল। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.