Bridge Collapse: পুরুলিয়ায় সেতু বসে বির্পযস্ত যোগাযোগ ব্যবস্থা - due to bridge collapses

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 1, 2023, 10:35 PM IST

সেতু বসে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ৷ মঙ্গলবার হঠাৎই এলাকাবাসী ঘটনাটি চোখে পড়ে ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান বালি তোলার কারণেই বসে গিয়েছে বেলডি সেতুর মাঝের অংশ ৷ এর ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পুরুলিয়া ও আড়শার সংযোগ ৷ নিরাপত্তার স্বার্থে আপাতত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এই সেতুতে ।   

সোমবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে ৷ ফলে কংসাবতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে ৷ তার উপর বেলডি সেতু একাংশ বসে গিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ অভিযোগ, কংসাবতী নদীর বেলডি ঘাট থেকে নিয়মিত বালি উত্তোলন করা হয় । নির্বিচারে এই বালি উত্তোলনের জন্যই সেতু মাঝের অংশটি বসে গিয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ এলাকার বাসিন্দা তপন মাহাতো বলেন, "এটির জন্য দায়ী এই নদী ঘাট থেকে নিয়মিত বালি উত্তোলন করা । যার জেরে সেতুটি বসে গিয়েছে । এখন আমরা পুরুলিয়া কীভাবে যাব বুঝতে পারছি না ৷ ঘুরপথে যেতে হলে 15 কিলোমিটার রাস্তার পরিবর্তে 35 কিমি যেতে হবে ৷" শেখ রাজু নামের এক যুবক জানান, সেতুর অবস্থা আগে থেকেই খারাপ ছিল ৷ তবুওএটি মেরামত জন্য কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.