Crocodile Enters in Locality: রায়দিঘির মণি নদীর বাঁধে কুমির, আতঙ্ক এলাকায় - রায়দিঘি পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
কুমির আতঙ্ক রায়দিঘিতে (Crocodile Enters in Locality at Raidighi Panchayat) ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা রায়দিঘি পঞ্চায়েতের 23 ও 24 নম্বর লাটের সংযোগস্থলে মণি নদীতে কুমির দেখতে পাওয়া যায় ৷ এদিন সকালে রাধানাথ পুরকাইত নামে এক ব্যক্তি ফিশারি বাঁধে দৈত্যাকার কুমিরটিকে দেখতে পান ৷ তিনি চিকিৎকার করে লোকজনকে ডাকেন ৷ এর পরেই এলাকায় কুমির বেরনোর খবর ছড়িয়ে পড়ে ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গদিঘি পঞ্চায়েত এলাকায় ৷ বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলে, তারা বন দফতরে খবর দেয় ৷ বন দফতরের কর্মীরা প্রায় 2 ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে নদীতে ফেরত পাঠায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST