CPIM Rally in Durgapur : দুর্গাপুরে বামেদের বিক্ষোভ মিছিল - CPIM Rally in Durgapur
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে দুর্গাপুর পৌরসভার চার নম্বর বরো এলাকায় পৌর পরিষেবা বেহালের অভিযোগকে সামনে রেখে 15 দফা দাবি নিয়ে সগড়ভাঙা সংলগ্ন জোনাল সেন্টার থেকে বিক্ষোভ মিছিল করে বামেরা (CPIM Protested in Durgapur) ৷ তারপর দুর্গাপুরের চার নম্বর বরো অফিসে স্মারকলিপি জমা দেয় তাঁরা । অবিলম্বে রাস্তা সংস্কার, পানীয় জলের সঠিক ব্যবস্থা এবং কর্মসংস্থান ছাড়াও একাধিক দাবি রাখা হয় স্মারকলিপিতে । এলাকার বহু বাম কর্মী-সমর্থক উপস্থিতি ছিলেন এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে । বরো অফিসে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় বামেদের ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST