Plastic Rice Controversy: রেশনে 'প্লাস্টিক চাল'! পুষ্টিকর বলে অভিযোগ ওড়ালেন ব্লক আধিকারিকরা
🎬 Watch Now: Feature Video
রেশনে পাওয়া সাধারণ চালে মিশে রয়েছে প্লাস্টিক চাল ৷ অভিযোগ, বাঁকুড়ার কোতুলপুরে লেগো গ্রামের বাসিন্দাদের ৷ অনুদানে এমন চাল আগে কখনও পাননি, বলছেন গ্রামবাসীরা (Kotulpur Lego villagers alleged of distributing plastic rice) ৷ অথচ রেশন ডিলার অসীমা দে'র ছেলের দাবি, তাঁদের কিছু করার নেই ৷ খাদ্য দফতর জানিয়েছে এই চাল পুষ্টিকর ৷ তাঁদের গোডাউনে যে চাল এসেছে, তাই দিচ্ছেন ৷ ক্ষুব্ধ গ্রামবাসীদের এমন আতঙ্কে কোতুলপুর ব্লক অফিসের আধিকারিক রতন চৌধুরীরও দাবি, রাজ্য সরকার এই চাল দিতে বলেছে ৷ এই চাল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷ এটা বিশেষ ভাবে তৈরি এবং পুষ্টিকর ৷ কিন্তু গ্রামবাসীরা এ কথায় ভুলছেন না ৷ তাঁদের অভিযোগ, এই চাল শরীরের জন্য ক্ষতিকর ৷ সরকার থেকে পাওয়া চালই তাঁদের সম্বল ৷ কোথায় যাবেন, কী ভাবে মিলবে সমাধান ? উত্তর অজানা ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST