Burnpur Clash: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল বার্নপুর - আসানসোলের খবর
🎬 Watch Now: Feature Video
বার্নপুর ডেইলি মার্কেটের দোকানদারদের সঙ্গে স্থানীয় একটি মহল্লার যুবকদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল বার্নপুর শহরে (Burnpur Clash)। হীরাপুর থানার চৌহদ্দির মধ্যেই এই ঘটনা ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় (Clash between two groups)। প্রায়শই বার্নপুর ডেইলি মার্কেটের দোকানদারদের সঙ্গে স্থানীয় একটি মহল্লার যুবকদের বচসা লেগে থাকে (Asansol News)। সোমবার তা থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । সোমবার বেলার দিকে বাজারের এক দোকানদারকে মহল্লার যুবকরা এসে গালাগালি করেন বলে অভিযোগ । দোকানদাররা প্রথমে বচসায় জড়ান, পরে হাতাহাতি বেঁধে যায় । দোকানদাররা সংখ্যায় বেশি থাকায় মহল্লার যুবকরা প্রথমে পিছু হঠেন । কিছু সময় বাদেই মহল্লা থেকে প্রচুর লোক আসতে শুরু করে । বাঁশ, লাঠি, ইট ও পাটকেল নিয়ে অতর্কিতে দোকানদারদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । দোকানদাররা তখন পালিয়ে গেলেও পরে পালটা প্রতিরোধ গড়ে তোলেন ৷ দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয় । ইটের ঘায়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে । প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST