Kedarnath Snowfall: পাঁচ দিন পরেই খুলবে কেদারনাথের দরজা, তার আগে তুষারপাত
🎬 Watch Now: Feature Video
আবারও তুষারপাত কেদারনাথে ৷ উত্তরাখণ্ডের নীচু এলাকায় প্রবল গরম পড়লেও, পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হয়েছে ৷ এপ্রিল মাসের শেষের দিক তুষারপাত শুরু হওয়ায় বিঘ্ন ঘটতে পারে চারধাম যাত্রায় ৷ চলতি মাসের 25 এপ্রিল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদানাথের দরজা ৷ তার আগেই এই তুষারপাত শুরু হওয়ায় সমস্যায় পড়তে পারেন দর্শনার্থীরা ৷ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দ্রুত তুষার সরিয়ে রাস্তা কাটার ৷ ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তুষার সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কেদরানাথ দর্শনে আসা পুুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তৎপর প্রশাসন ৷ দর্শনার্থীদের কথা ভেবেই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ৷ এছড়াও কোনও দর্শনার্থী অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও আছে ৷ এই প্রসঙ্গেই উত্তরাখণ্ডের ডিএম ময়ূর দীক্ষিত জানান, কোদারনাথ ধামে তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে ৷ বরফ সরানোর কাজ শুরু হয়েছে ৷ দিনরাত কাজে ব্যস্ত শ্রমিকরা । তবে এই অসময়ের বৃষ্টি ও তুষারপাতের কারেণে সমস্যার সৃষ্টি হয়েছে ৷ তবে মন্দিরের দরজা খোলার আগে শ্বেতশুভ্র হয়ে উঠেছে কেদারধাম ৷