Jitendra Tiwari's Health Update: জিতেন্দ্র তিওয়ারিকে রেফার করা হতে পারে বর্ধমানে, জানালেন স্ত্রী চৈতালী - আসানসোল জেলা হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
বুুধবার আসানসোল সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari's Health)। বুকে ব্যথা অনুভব করায় জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে শারীরিক পরীক্ষার পর ভরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে ভরতি জিতেন্দ্র তিওয়ারি। গতকাল রাত থেকেই সিসিইউ-এর বাইরে ঠাঁই বসেছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালী তিওয়ারি। সঙ্গে ছিলেন মেয়ে পল্লবীও। বৃহস্পতিবার দুপুরে শোনা যায়, জিতেন্দ্র তিওয়ারিকে অন্য কোথাও রেফার করা হবে। জেলা হাসপাতাল সূত্রে কিছু জানা না-গেলেও শোনা যাচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হতে পারে জিতেন্দ্র তিওয়ারিকে। বিষয়টির কথা স্বীকার করেছেন তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি জানান, ওর শরীরের অবস্থা একেবারেই ভালো নেই। ওর হার্টের অসুখ ধরা পড়েছে। এনজিওগ্রাম কিংবা আরও অন্যান্য পরীক্ষা করা প্রয়োজন। খুব আস্তে আস্তে কথা বলছে ও। অক্সিজেন চলছে। শুনতে পাচ্ছি ও'কে অন্যত্র নিয়ে যাবে। আমরা চাই ও যেভাবে মানুষের সেবা করত, সুস্থ হয়ে ফিরে এসে সেভাবেই যেন মানুষের সেবা করতে পারে।