Bowbazar Jewellery Shop: মেট্রোর কাজে বউবাজারে দোকানে ফাটল, ধনতেরসে রাস্তায় টেবিল পেতে গয়না বিক্রি - shop keeper sells gold on road on Dhanteras
🎬 Watch Now: Feature Video
আজ ধনতেরস (Dhanteras)। সব গয়নার দোকানেই ভিড় ৷ সমৃদ্ধির আশায় ক্রেতাদের মধ্যে সোনার গয়না বা রূপোর কয়েন কেনার আগ্রহও এদিন চোখে পড়ে ৷ ফলে গয়নার দোকানিদের কাছে এই দিনটি ব্যবসার জন্য বিশেষ বলা যায় ৷ তবে কলকাতার বউবাজারে একেবারে বিপরীত চিত্র ধরা পড়েছে ৷ ঘটনা কিছুটা বিরলও বলা যায় ৷ এখানে রাস্তার উপরেই টেবিল চেয়ার পেতে সোনা, রূপোর গয়না বিক্রি করতে দেখা গিয়েছে এক গয়না ব্যবসায়ীকে ৷ বউবাজারের দত্ত ব্রাদার্স জুয়েলার্সের মালিক দেবাশিস দত্ত (Bowbazar Jewellery Shop) ৷ এমনিতেই লকডাউনের কারণে গত 2 বছরে তাঁর ব্যবসা তেমন হয়নি ৷ তার উপর ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য দোকানেও ফাটল দেখা দিয়েছে । ফলে বন্ধ দোকান । তাই এবার রাস্তার উপরেই টেবিল চেয়ার পেতে সোনার গয়না এবং রূপোর কয়েন বিক্রি করছেন দেবাশিস দত্ত (Bowbazar jewellery shop keeper sells gold on road) ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST