ব্যারাকপুর, 14 জানুয়ারি: বিধায়কের দাপটে দীর্ঘদিন ধরে তৃণমূল দলে তিনি কোনঠাসা ! সেভাবে আর দলের কোনও কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় না । প্রাক্তন সাংসদ অর্জুন সিং শাসকদলে থাকাকালীন বরাবর তাঁর ঘনিষ্ঠ ছিলেন তিনি । সেই একদা অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদারের শ্যামনগরের বাড়িতে মঙ্গলবার হঠাৎই হাজির দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ।সেখানে প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি ।
সূত্রের খবর, এই সময়ে সোমনাথের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে শাসকদলের এই শীর্ষ নেতার । পরে, সোমনাথের বাড়িতে সুব্রত বক্সির আসার খবর পেয়ে সেখানে ছুটে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও । তাহলে কি নিষ্ক্রিয় নেতাকে সক্রিয় করতেই দলের রাজ্য সভাপতির এই তৎপরতা ? শুরু হয়েছে জোর চর্চা । যদিও এনিয়ে কোনও পক্ষই মুখ খুলতে চাননি ।
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদারের দ্বন্দ্ব সর্বজনবিদিত । তৃণমূলের রাজনীতিতে বিধায়ক সোমনাথ শ্যাম সাংসদ পার্থ ভৌমিকের অত্যন্ত ঘনিষ্ঠ । আবার কাউন্সিলর সোমনাথ তালুকদার ছিলেন একসময়ে অর্জুন সিংয়ের কাছের লোক । এই নিয়ে দুই সোমনাথের মধ্যে বিবাদ লেগেই থাকত শাসক শিবিরে । দুই নেতার দ্বন্দ্ব ঘিরে সেই সময় দলে গোষ্ঠীবাজিও চরমে উঠেছিল । তৃণমূল দলে থাকাকালীন অর্জুন সিং বরাবর সোমনাথ তালুকদারের হয়ে গলা ফাটাতেন । নিশানা করতেন একদা তাঁর চির প্রতিদ্বন্দ্বী বিধায়ক সোমনাথ শ্যামকে ।তাতে ঘৃতাহুতি দিতেন সোমনাথ তালুকদারও । পালটা সোমনাথ শ্যামও ছেড়ে কথা বলতেন না অর্জুন এবং তাঁর ঘনিষ্ঠ নেতা সোমনাথ তালুকদারকে ।
কিন্তু, অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই দলে কোনঠাসা হয়ে পড়েন একদা তাঁর ঘনিষ্ঠ নেতা সোমনাথ তালুকদার । এলাকায় ক্রমশ দাপট বাড়তে থাকে বিধায়ক সোমনাথ শ্যাম ও তাঁর লোকজনের । অভিযোগ, বিধায়কের দাপটে কার্যত ঘরে ঢুকে যেতে হয় ভাটপাড়া পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারকে । দলীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই তিনি দলে নিষ্ক্রিয় হয়ে ছিলেন । সেই নিষ্ক্রিয় নেতার বাড়িতেই এবার দেখা গেল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ।
এদিন বিকেলে আচমকাই সোমনাথ তালুকদারের শ্যামনগর শালবাগান এলাকার বাড়িতে যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । বাড়ির গেট থেকে সোমনাথ ও তাঁর পরিবারের লোকজন সুব্রত বক্সিকে ভিতরে নিয়ে যান । সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনি ফিরে যান কলকাতার উদ্দেশে । মমতার আস্থাভাজন সুব্রত বক্সির এই আগমন ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ।
যদিও, কাউন্সিলর সোমনাথ তালুকদারের পরিবার দাবি করেছে, "মাস দুয়েক আগে ওই নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । অসুস্থতার কারণে সেই সময় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি । তখন কথা দিয়েছিলেন পরে একদিন তিনি সময় করে যাবেন দলীয় নেতার বাড়িতে । এদিন সেই কথাই রাখলেন তিনি । এর মধ্যে কোনও রাজনীতি নেই । সবটাই রটানো ।"