Bombs Recovered: ভাঙড়ে গোয়ালঘর থেকে উদ্ধার বোমা - Bombs Recovered in Bhangar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 21, 2023, 7:19 PM IST

রবিবার সাতটি বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কালেরাইটে । সূত্রের খবর, স্থানীয় এক বাসিন্দা আয়ূব মোল্লার বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি । এদিন সকালে আয়ূবের পুত্রবধূ কাঠ আনতে বেরিয়েছিলেন । সেই সময় গোয়ালঘরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁর । সঙ্গে-সঙ্গে তিনি শ্বশুরকে ডাকেন । তৎক্ষণাৎ শ্বশুর ফোন করে খবর দেন পুলিশে । খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে সাতটি বোমা উদ্ধার করে নিয়ে যায় । কে বা কারা এই বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ।  

তবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই বিষয়ে ওই এলাকার উপপ্রধান আলাউদ্দিন মোল্লার বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর জন্য এলাকায় বোমা মজুত করছে আইএসএফ কর্মী সমর্থকরা । এ বিষয়ে আইএসএফের রাজ্য কমিটির সদস্য গাজি সাহাউদ্দিন সিরাজি অবশ্য জানান, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । পুলিশ শাসকদলের কথা শুনছে না এটা তিনি বিশ্বাস করেন না । তৃণমূল কী অভিযোগ করছে তাতে তিনি কর্ণপাত করছেন না । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তাঁর । তবে তাঁরা দু'জনই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.